Dhaka , Thursday, 18 September 2025
আঞ্চলিক খবর :

লাখ টাকার বান্ডেল হাজার টাকায় বিক্রি!

ঢাকা অফিস :-

ঈদ সামনে রেখে জাল টাকার রমরমা বাণিজ্য চলছে। ১ লাখ টাকার একটি বান্ডেল পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ হাজার টাকায়। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এত কম দামে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকার জাল নোটের বান্ডেল।

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে,  ঈদে মানুষের কর্মব্যস্ততাকে কাজে লাগিয়ে বাজারে এরইমধ্যে ৩০ থেকে ৪০ লাখ টাকা ছড়িয়ে দিয়েছে চক্রটি। প্রতিবছর ঈদ এলেই বেড়ে যায় কর্মব্যস্ততা, পাশাপাশি চাহিদা বেড়ে যায় নগদ টাকারও। আর এই সুযোগে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে জালনোট তৈরির একাধিক চক্র।

মানুষের চোখকে ফাঁকি দিয়ে বাজরে ছড়িয়ে দেয় লাখ লাখ জাল টাকার নোট। এমনই এক চক্রের সন্ধানে মাঠে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ এরপর রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে থেকে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম, কোটি টাকা সমপরিমাণ জালনোট প্রস্তুতের প্রয়োজনীয় কাঁচামাল, ২০ লাখ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, ঈদকে সামনে রেখে এজেন্টের মাধ্যমে বাজারে এরইমধ্যে ৪০ লাখ টাকার বেশি ছড়িয়ে দিয়েছে চক্রটি। জালটাকাগুলো বেশিরভাগই বি-ক্যাটাগরির নোট। ফলে খুব সতর্ক না হলে সেটা চোখ এড়িয়ে যেতে পারে।

সংস্থাটি আরও জানায়, আটকদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা তৈরির মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।
টাকা লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmul Hasan

Popular Post

লাখ টাকার বান্ডেল হাজার টাকায় বিক্রি!

Update Time : 05:03:17 pm, Saturday, 15 March 2025

ঢাকা অফিস :-

ঈদ সামনে রেখে জাল টাকার রমরমা বাণিজ্য চলছে। ১ লাখ টাকার একটি বান্ডেল পাওয়া যাচ্ছে মাত্র ৯ থেকে ১০ হাজার টাকায়। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এত কম দামে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকার জাল নোটের বান্ডেল।

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে,  ঈদে মানুষের কর্মব্যস্ততাকে কাজে লাগিয়ে বাজারে এরইমধ্যে ৩০ থেকে ৪০ লাখ টাকা ছড়িয়ে দিয়েছে চক্রটি। প্রতিবছর ঈদ এলেই বেড়ে যায় কর্মব্যস্ততা, পাশাপাশি চাহিদা বেড়ে যায় নগদ টাকারও। আর এই সুযোগে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে জালনোট তৈরির একাধিক চক্র।

মানুষের চোখকে ফাঁকি দিয়ে বাজরে ছড়িয়ে দেয় লাখ লাখ জাল টাকার নোট। এমনই এক চক্রের সন্ধানে মাঠে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ এরপর রাজধানীর কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে থেকে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম, কোটি টাকা সমপরিমাণ জালনোট প্রস্তুতের প্রয়োজনীয় কাঁচামাল, ২০ লাখ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, ঈদকে সামনে রেখে এজেন্টের মাধ্যমে বাজারে এরইমধ্যে ৪০ লাখ টাকার বেশি ছড়িয়ে দিয়েছে চক্রটি। জালটাকাগুলো বেশিরভাগই বি-ক্যাটাগরির নোট। ফলে খুব সতর্ক না হলে সেটা চোখ এড়িয়ে যেতে পারে।

সংস্থাটি আরও জানায়, আটকদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় জাল টাকা তৈরির মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।
টাকা লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ।