ক্রীড়া ডেস্ক :-
হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেয়ার পর পাল্টে গেছে অনেক কিছুই। দীর্ঘদিন পর বাফুফে পেয়েছে স্পন্সর, পুরো দলের দামও এখন আকাশচুম্বী। এক হামজার দাম ভারতের পুরো দলের চেয়েও বেশি। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও, এক হামজা চৌধুরীই বদলে দিতে পারেন সব হিসাব-নিকাশ। সুনীল ছেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ঝাকড়া চুলের এই ফুটবলার।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। এ ম্যাচ খেলতে অবসর ভেঙে দলে ফিরেছেন সুনীল ছেত্রী। কোচের ব্যখ্যা, দল গোল পাচ্ছিলো না বলে তাকে ফেরানো। তবে এ কথাও যে স্পষ্ট, হামজার ভয়েই ফেরানো হয়েছে ৪০ বছর বয়সী ছেত্রীকে।
তবে সুনীল ছেত্রী কতটা ইমপ্যাক্ট ফেলতে পারবেন? তার সর্বোচ্চটা দিয়েও কী পারবেন দলকে জেতাতে? কেননা ছেত্রীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে বহু বড় বড় তারকা ফুটবলারদের আটকে দেন এই হামজা। আর সেখানে সুনীলকে যে বেশ ভোগাবে ইংলিশ লিগে খেলা এই ফুটবলার, তা সহজেই অনুমেয়।
এদিকে হামজার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এবং মাঠের পারফরম্যান্সকে বাড়িয়ে দেবে। পুরো দল যে চাঙ্গা, তা তাদের অনুশীলন দেখেই বোঝা গেছে।
ম্যাচের আগে দুই দল প্রস্তুতি সেরেছে দুই ভাবে। গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ে পেয়েছে ভারত। সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনে জয়ের ধারায় ফিরেছে ভারত। সৌদি আরবে ১২ দিনের প্রস্তুতি শিবিরে একটি একাডেমিক দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ ছাড়া আর কোনও অনুশীলন ম্যাচ খেলেনি বাংলাদেশ।
২০২৬ ফিফা বিশ্বকাপ এবং ২০২৭ এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ভারত তাদের গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছিল। এদিকে, বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর তাদের নিজ নিজ গ্রুপে চতুর্থ স্থান অর্জন করেছিল। এই গ্রুপে শীর্ষে থাকা দলটি এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বে জায়গা পাবে।
২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-ভারত। সে ম্যাচে গোল করেছিলেন সুনীল ছেত্রী। বাংলাদেশের জালে সবশেষ যে ৭টি গোল করেছে ভারত, তার মধ্যে ৬টিই করেছেন সুনীল ছেত্রী।
অন্যদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশে ইতিহাস খুব একটা ভালো নয়। তবে এবার পুরোপুরি ভিন্ন একটা দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে হয়ে খেলেছেন হামজা চৌধুরী। বর্তমানে ধারে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। তার একটা একটা ইমপ্যাক্ট যে ম্যাচে পড়বে, তা খুব সহজেই অনুমেয়।
গেল বছর হাভিয়ের কাবরেরার দলের ফলাফল খুব একটা ইতিবাচক নয়। পুরো বছরে মাত্র ৩টি গোল করেছিলো মোরসালিনরা। তবে হামজার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।